-------------★----------★------------★---------------
জীবনের প্রথম ভালোবাসা, প্রথম অনুপ্রেরণা কেবলমাত্র "মা"।
যার তুলনা পৃথিবীর অন্য কোন কিছু দিয়ে করা সম্ভব নয়।
বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানাই পৃথিবীর সকল মা'কে।
‘মা’ কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই, মায়ের চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই।’-হ্যাঁ, সত্যিই তাই। মাত্র একটি অক্ষরের শব্দ ‘মা’। কিন্তু পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ এটি। পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ এটি। অর্থে অনবদ্য। শ্রুতিতেও মধুময়। মা ডাক শুনলে চোখের সামনে ভেসে ওঠে মায়াবী সুন্দর এক মুখ। যে মুখে লেগে থাকে স্নেহ, মমতা আর ভালোবাসা।

Post a Comment