-----★---------★--------★---------★----
রাসূলুল্লাহ (সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছিলেন মুসলিমদের নেতা। তিনি মসজিদে ইমামতি করতেন। লোকজন প্রশ্ন করলে তার উত্তর দিতেন। নিজের কাজ নিজেই করতেন। নিজেই ঠিক করতেন নিজের জুতো। নিজের কাপড় নিজেই সেলাই করতেন, নিজেই নিজের কাপড় ধুতেন। যুদ্ধের সময় সবাইকে দিতেন প্রয়োজনীয় দিক-নির্দেশনা। তারপর ব্যস্ত দিন শেষে রাতের একটি বড় অংশ আল্লাহ তা'আলার ইবাদত করতেন। এত কিছুর পরেও তিনি স্ত্রীকে সময় দিতে ভুলতেন না-
"রাসূল (সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাতের বেলায় আয়েশা (রাদিয়াল্লাহ আনহা)-এর সাথে হাঁটতেন। দুজন গল্প করতেন।**
যেসব বিবাহিত ব্যক্তিরা প্রায়ই এ কাজটি করেন, তারা অবশ্যই জানেন, রাতের বেলা এভাবে একসাথে হাঁটার অভিজ্ঞতাটা যেন জীবনটাকেই বদলে দেয়।
সম্পর্কটা আরো মধুর করে তোলে। দাম্পত্যজীবনে এনে দেয় নতুন এক মাত্রা। বিয়ে মানেই রূপকথার জীবন নয়। এখানে যেমন মিষ্টি মিষ্টি কথা আছে, রোমান্স আছে; তেমনি আছে রাগ-অভিমান,কান্না। যদি দাম্পত্য জীবনে সৃষ্ট এই ভুল বোঝাবুঝিকে দ্রুতই ঠিক না করা হয়, তবে দাঁত যেমন ধীরে ধীরে ক্ষয়ে যায়, সম্পর্কগুলোও আস্তে আস্তে নষ্ট হয়ে যায়।
**সহীহ বুখারী ৫২১১
_হারিয়ে যাওয়া মুক্তোঃ শিহাব আহমেদ তুহিন (৩২,৩৩ পৃষ্ঠা)
রাসূলুল্লাহ (সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছিলেন মুসলিমদের নেতা। তিনি মসজিদে ইমামতি করতেন। লোকজন প্রশ্ন করলে তার উত্তর দিতেন। নিজের কাজ নিজেই করতেন। নিজেই ঠিক করতেন নিজের জুতো। নিজের কাপড় নিজেই সেলাই করতেন, নিজেই নিজের কাপড় ধুতেন। যুদ্ধের সময় সবাইকে দিতেন প্রয়োজনীয় দিক-নির্দেশনা। তারপর ব্যস্ত দিন শেষে রাতের একটি বড় অংশ আল্লাহ তা'আলার ইবাদত করতেন। এত কিছুর পরেও তিনি স্ত্রীকে সময় দিতে ভুলতেন না-
"রাসূল (সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাতের বেলায় আয়েশা (রাদিয়াল্লাহ আনহা)-এর সাথে হাঁটতেন। দুজন গল্প করতেন।**
যেসব বিবাহিত ব্যক্তিরা প্রায়ই এ কাজটি করেন, তারা অবশ্যই জানেন, রাতের বেলা এভাবে একসাথে হাঁটার অভিজ্ঞতাটা যেন জীবনটাকেই বদলে দেয়।
সম্পর্কটা আরো মধুর করে তোলে। দাম্পত্যজীবনে এনে দেয় নতুন এক মাত্রা। বিয়ে মানেই রূপকথার জীবন নয়। এখানে যেমন মিষ্টি মিষ্টি কথা আছে, রোমান্স আছে; তেমনি আছে রাগ-অভিমান,কান্না। যদি দাম্পত্য জীবনে সৃষ্ট এই ভুল বোঝাবুঝিকে দ্রুতই ঠিক না করা হয়, তবে দাঁত যেমন ধীরে ধীরে ক্ষয়ে যায়, সম্পর্কগুলোও আস্তে আস্তে নষ্ট হয়ে যায়।
**সহীহ বুখারী ৫২১১
_হারিয়ে যাওয়া মুক্তোঃ শিহাব আহমেদ তুহিন (৩২,৩৩ পৃষ্ঠা)

Post a Comment