April 2019

♦♦আজ মহান মে দিবস♦♦

কাজিপুর সূর্য সন্তান ফাউন্ডেশন সকল সদস্য পক্ষ থেকে

 মেহনতি ও শ্রমজীবী মানুষের প্রতি রইলো দোয়া ও ভালবাসা" সকল মেহনতি মানুষের দীর্ঘজীবী" কামনা করছি।
🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹


বুড়ো হয়ে অনেক নামাজ পড়বো, রোজা রাখবো, হজ্জ করবো, দান সাদকাহ করবো! আপনি কি শিওর আপনি বুড়ো হয়ে মরবেন? দুনিয়ার ব্যাপারে আপনারা প্রায় সবাই হাই এম্বিশাস, কিন্ত আখিরাতের ব্যাপারে খুবই লো এম্বিশাস, কোনরকমে জান্নাতে গেলেই চলবে।
.
আপনি বিশ্বাস করেন দুনিয়া ক্ষনিকের আর আখেরাত চিরকালের অথচ আপনার ইফোর্টগুলো টোটালি দুনিয়া সেন্টারড। অথচ মুসলিমের দুনিয়াবি কাজগুলাও হওয়া উচিত আখেরাত সেন্টারড।
.
নবীজি (সাঃ)-এর যুগ, সাহবী, তাবেয়ির যুগ, তাবে-তাবেঈদের যুগ ইসলামের এই চার গোল্ডেন জেনারেশন এর দিকে নজর দিন। তাদের মেন্টালিটি আর ফোকাস কোথায় ছিলো।
.
তাদের মেন্টালিটি ছিল এরকম যে দুনিয়া কোনরকমভাবে কাটিয়ে দিলেই চলবে, কিন্ত আখিরাতে আমার উচু স্তরের জান্নাত লাগবেই। বিজনেস করতেন আখিরাত কেন্দ্রিক। ভাবতেন দুনিয়ায় আর কতোগুন লাভ পাবো আখেরাতে দশ গুন সাতশ গুন আল্লাহ চাহে তো লক্ষ্যগুন বা তার চেয়েও বেশী পাবো।
.
যুবক বয়স থেকেই তারা আখেরাত এর ব্যাপারে ছিলেন হাই এম্বিশাস, আপনার মতো ফোরটি ছিক্সটি ইয়ার্স এর প্লান করতেন না, কারন তারা জানতেন এবং প্রচন্ডভাবে বিশ্বাস করতেন নিশ্বাস এর গ্যারান্টি নাই,আপনি নাকি মানেন, কিন্ত আপনার কর্মকান্ডে চিন্তাচেতনায় তার প্রভাব সামান্য!
.
তারা ভাবতেন এখন তরুণ আছি প্রচুর প্রাণশক্তি আছে এখনি এগুলা কাজে লাগাই। আপনি ভাবেন এখন তরুণ আছি এখন শর্ট টাইমের দুনিয়ার পিছনে নিজের মেন্টাল আর ফিজিকাল এবিলিটি ব্যয় করে বাড়ি গাড়ি করবো যাতে দশটা বছর কাটাতে পারি বুড়ো হয়ে।বুড়ো হবো, তখন ইন্দ্রিয় গুলো কাজ করবেনা, প্রাণশক্তি ফুরিয়ে যাবে তখন খুব নামাজ রোজা দান সাদকাহ করবো।
.
এক জায়গায় থাকবেন ১ দিন প্রস্তুতি নিচ্ছেন এমনভাবে যেন সেখানে সারাজীবন থাকবেন। উল্টোদিকে ধরেন একজায়গায় থাকবেন সারাজীবন প্রস্তুতি নিচ্ছেন ১ দিন থাকার মতো।
.
আস্ক ইয়োরসেলফ।
.
নিজেকে আর কত ধোকা দিবেন? কয়েক সেকেন্ড পরে যদি মৃত্যু হয়ে যায়?
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
লেখাঃ আমিনুল ইসলাম রিফাত (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!)
.
.
(Y) শেয়ার করুন, বন্ধুদের সাথে ইন শা আল্লাহ !
_
#ওহী (Seeking The Way To Jannah)


বিসমিল্লাহির রাহমানির রাহিম
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
   আসসালামু আলাইকুম 

পৃথিবীতে যত জয় তরুণদের দিয়ে হয়.. 💐
আলহামদুলিল্লাহ..
আসছে ঈদ, উপলক্ষে আমাদের সার্থক এবং সফল করার লক্ষে 
 সঠিক সময়ে সঠিক অনুদান দিয়ে নিজেকে উৎসর্গ করেছেন আমাদের প্রিয় মানতার সৈনিক

🌹 কাজিপুর হাজি পাড়া কৃতি সন্তান
      মোঃ রানা আহাম্মেদ

ধন্যবাদ
#মানবতার জয় হউক
জয় হউক কাজিপুর সূর্য সন্তান ফাউন্ডেশন

         👉 সৌজন্যে 👈
কাজিপুর সূর্য সন্তান ফাউন্ডেশন

সাহাবীগণ কি পরিমাণ সাদাকা করতেন?
.

.
আমরা কি কখনো খোঁজ নিয়ে জানার চেষ্টা করেছি সাহাবীগণ কেমন দান সাদাকা করতেন?
.
ইবনে উমার রাযিয়াল্লাহু আনহু বলেন, “ইসলাম গ্রহনের সময় হযরত আবু বকর রাযিয়াল্লাহু আনহু’র নিকট ৪০ হাজার দিরহাম বা ৫৫৬০০০০ টাকা ছিলো। (দিরহামের আজকের বাজার মূল্য ১৩৯ টাকা হিসেবে) আর হিজরতের সময় ৫ হাজারের বেশি ছিল না। বাকি সব দিরহাম তিনি ইসলামের সাহায্যে এবং মুসলমান গোলাম কিনে আযাদ করার পেছনে ব্যয় করেছেন।” (ইবনে সাইদ সূত্রে তারিখুল খুলাফায় বর্ণিত) অর্থাৎ হিজরতের পূর্বে তিনি প্রায় ৫০ লক্ষ টাকা ইসলামের জন্য ব্যয় করেন। সুবহানআল্লাহ!
.
রুমা কূপ মদিনার সুপেয় পানি সরবরাহের সবচেয়ে বড় মাধ্যম ছিল। উসমান রাযিয়াল্লাহু আনহু তা ৩৫ হাজার দিরহামের বিনিময়ে অর্থাৎ ৪৮ লক্ষ ৬৫ হাজার টাকা দিয়ে কিনেছিলেন। তালহা রাযিয়াল্লাহু আনহু উসমান রাযিয়াল্লাহু আনহু থেকে ৫০ হাজার দিরহাম অর্থাৎ প্রায় ৭০ লক্ষ টাকার কর্জ নিয়েছিলেন যা পরে উসমান রাযিয়াল্লাহু আনহু মওকুফ করে দিয়েছিলেন।
.
তাবুক যুদ্ধে উসমান রাযিয়াল্লাহু আনহু তার সম্পদের ৩ ভাগের ১ ভাগ দান করে দিয়েছিলেন। ৯৪০টি উট ও ৬০টি ঘোড়ার পাশাপাশি ১০ হাজার দিনার দান করেছিলেন তিনি। (১ দিনার এর স্বর্ণের আজকের বাজার মূল্য ১৫৩৩১ টাকা) ১০ হাজার দিনার অর্থাৎ ১৫ কোটি ৩৩ লক্ষ ১০ হাজার টাকা।
.
সবচেয়ে ধনী মুসলিম সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাযিয়াল্লাহু আনহু তাবুক যুদ্ধে ৮ হাজার দিনার দান করেন। অর্থাৎ ১২ কোটি ২৫ লক্ষ টাকা।
.
তিনি তার একটি জমি ৪০ হাজার দিনারে অর্থাৎ প্রায় ৬১ কোটি টাকায় বিক্রয় করেন এবং পুরো অর্থ আল্লাহর রাস্তায় দান করে দেন। তিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন।
.
এছাড়াও তিনি ৪০ হাজার দিরহাম অর্থাৎ ৫৬ লক্ষ টাকা, মুজাহিদদের জন্য ৫০০ ঘোড়া, ১৫০০ উট দান করেছিলেন।
.
জীবিত বদরি সাহাবী ও আম্মাজানদের জন্য ৪০০ দিনার অর্থাৎ ৬২ লক্ষ করে হাদিয়া দিয়েছিলেন।
.
এছাড়াও তিনি ২০০ আউকিয়া বা অক্কা দান করেছিলেন। ১ অক্কা = ১২৮.৩ গ্রাম স্বর্ণ। সে হিসাবে তিনি প্রায় ১০ কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেছিলেন। এসব হল ইতিহাসে পাওয়া সাহাবীদের বদান্যতার উদাহরণ আর তাদের গোপনে দান করা টাকার পরিমান কত ছিল তা আল্লাহই জানেন।
.
এতো দানের কারণে কি তার সম্পদ কমে গিয়েছিলো?
মোটেও না। বরং বেড়েছিলো পাহাড়ের সমান।
.
আব্দুর রহমান ইবনে আউফ রাযিয়াল্লাহু আনহুর ইন্তেকালের সময় তার সম্পদের পরিমাণ এত বেশি ছিল যে আজকের যুগেও মানুষ অবাক হয়। তিনি ইন্তেকালের সময় ৩১০,৩০,০০,০০০ (৩১০ কোটি ৩০ লক্ষ) দিনার রেখে যান। এটার বর্তমান মূল্য হল (৩১০,৩০,০০,০০০* ১৫৩৩১) = ৪৭,৫১,০০৩,৩০,০০,০০০ (অর্থাৎ ৪৭ লক্ষ ৫১ হাজার ৩ কোটি ৩০ লক্ষ) টাকা। ডলারের হিসাবে এটার মূল্য ৫০১ বিলিয়ান ডলার। ২০১৭ সালে বিল গেটসের মোট সম্পত্তি ছিল মাত্র ৮৬ বিলিয়ান ডলার।
.
সুতরাং আসুন! এই রামাদানে আমরাও আমাদের দান, যাকাত, নফল সাদাকার পরিমাণ বাড়িয়ে দেই।
.
আল্লাহ তাওফীক দিন
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
.
(Y) শেয়ার করুন, বন্ধুদের সাথে ইন শা আল্লাহ !
_
#ওহী (Seeking The Way To Jannah)


What is Courtesy? সৌজন্যতা কি?

 ১। কেউ যদি মোবাইলে কোনো ছবি দেখায়, আপনার উচিত সেই ছবিটাই শুধু দেখা, আশেপাশে Swipe না করা। কারন, আপনি জানেন না সেখানে কি থাকতে পারে।

 ২। কারো থেকে ধার নিলে নির্দিষ্ট সময়ের আগেই বা তার চাওয়ার আগেই শোধ দিতে চেষ্টা করুন। এটা আপনার সততা এবং চরিত্রের অনেক কিছু মিন করে।

 ৩। কেউ ট্রীট দিতে চাইলে মেনু কার্ডটা তার দিকেই দিন, তাকেই চয়েস করতে দিন, হাভাতের মত সবচেয়ে দামী খাবারটা অর্ডার করে বসবেন না। যা আপনি নিজের টাকায় খেতে পারার ক্ষমতা/ ইচ্ছা রাখেন না।

 ৪। কারো কথার মাঝখানে বাঁ হাত ঢুকিয়ে কথা না বলাটা অনেক বড় ভদ্রতা।

 ৫। কেউ সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে ভুলবেন না, সেটা রিক্সাওয়ালা হলেও। ধন্যবাদ দিতে পয়সা লাগে না।

 ৬। কাউকে টানা দুইবারের বেশি ফোন করবেন না, যদি সে পিক না করে বুঝে নিন সে আরো গুরুত্বপূর্ন কিছুতে ব্যস্ত, অথবা ফোনের আশেপাশে অনুপস্থিত।

 ৭। কাউকে তুই তুকারি করবেন না, তা সে যেই হোক,হকারকে বা রিক্সাওয়ালাকে তুই তুকারি করে গায়ে হাত তুললে কারো কাছে আপনার মর্যাদা বাড়বে ভাববেন না। ওরা আপনার বাবার টাকায় খায় না, পরেও না। নিজের অধিকার বুঝে কথা বলুন, নিজেকে সম্মান করুন।

 ৮। অনেকদিন পর কারো সাথে দেখা হলে সে বলতে না চাইলে তার বর্তমান অবস্থা, বেতন, ইনকাম জিজ্ঞাসা করবেন না, ভালো মন্দতেই শেষ করুন, অথবা সম্পর্ক বুঝে কথা বলুন।

 ৯। আমার হ্যান আছে ত্যান আছে বলে নিজেকে বা নিজের জিনিস নিয়ে শো-অফ করবেন না, পারলে জ্ঞান বুদ্ধি নিয়ে শো-অফ করুন।

 ১০। এবং সর্বশেষে, একজনের গোপন কথা রসিয়ে রসিয়ে ফুলিয়ে ফাপিয়ে আরেকজনের সাথে বলবেন না... এটা আপনার "চামার" মন মানসিকতাই প্রকাশ করে।

 মূল লেখাঃ ডা. হিমেল বিশ্বাস।

4/01/2019 ,
কাজিপুর সূর্য সন্তান ফাউন্ডেশন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

আপনারা সবাই জানেন যে, আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। তারা  ঠিকমতো ১ বেলা খেতে পারে না, লজ্জা নিবারণ কিংবা শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য তাদের পর্যাপ্ত পোশাক নেই, অনেক শিশু রয়েছে যারা লেখাপড়া করতে পারে না অর্থাভাবে, এমনও অনেকেই আছে সামান্য অর্থের জন্য সুচিকিৎসার অভাবে মৃত্যু যাদের গ্রাস করে নিচ্ছে তিলে তিলে।

রচয়িতার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। মানুষের মধ্যে আছে স্নেহ, মমতা, ভালোবাসা আছে সহানুভূতি। তাই আমাদের উচিত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য-সহযোগিতা করা। আর তাই এই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করার প্রত্যয় নিয়ে আমরা কয়েকজন একত্রিত হয়ে একটি ফাউন্ডেশন  চালু করেছি, যেখানে নবীন-প্রবীণ সকলেই  সংযুক্ত রয়েছি নিজেদের অবস্থান থেকে।
আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যাদের ইচ্ছা থাকা সত্যেও একার পক্ষে সাহায্য করা সম্ভব হচ্ছে না। আর সেই সুবাদে, আপনি আমাদের ফাউন্ডেশন সাথে যুক্ত হয়ে গরীব ও অসহায় মানুষদের সাহায্য করতে পারেন।

মানবসেবায় ব্রতী হতে এগিয়ে আসুন। বাড়িয়ে দিন আপনার সাহায্যের হাত। চলুন সবাই একসাথে হাতে হাত রেখে অসহায় মানুষের অধরে এক চিলতে হাসি ফোটানোর প্রত্যয় নিয়ে এগিয়ে যা'ই।

☞ফাউন্ডেশন _সাথে_যুক্ত_হওয়ার_জন্য_আমন্ত্রণ_রইল_আপনাকে।

সৌজন্যে,
          কাজিপুর সূর্য সন্তান ফাউন্ডেশন 
ফেজবুকে আমরা




মানবতার  সেবা করার জন্য  উধার মনের মানুষ পরিচয় দিয়েছেন সু-প্রিয়

🌹  বাহারাইন প্রবাসী কাজিপুর  ঢুলার পাড়া কৃতি সন্তান
      মোঃ ছাইদ খান।

  আমাদের সংগঠনের পাশে আছে অসহায় মানুষের পাশে আছেন।

🌸🌸ওনার এই বিশাল মন  মানসিকতা কে আমরা স্বাগতম জানাই🌸🌸

           🌷ধন্যবাদ 🌷
🌹কাজিপুর সূর্য সন্তান ফাউন্ডেশন 🌹

my info

{facebook#www.facebook.com/raju.ahammed.16} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget