February 2019

2/24/2019
দান একটি উত্তম আমল। হজরত আদি ইবনে হাতেম (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) কে বলতে শুনেছি, এক টুকরা খেজুর দান করে হলেও তোমরা (জাহান্নামের) আগুন থেকে পরিত্রাণ লাভ করো।

(বোখারি : ১৩২৫)দানশীল ব্যক্তি আল্লাহর প্রকৃত বন্ধু। দানশীল ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। দানের ফজিলত ও গুরুত্ব এতটাই ব্যাপক যে, স্বল্প পরিসরে বর্ণনা করে শেষ করা যাবে না।

কোরআনে এরশাদ হয়েছে, ‘যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ খরচ করে, তাদের দৃষ্টান্ত হলো একটি বীজের মতো, যা জমিনে বপন করার পর তা থেকে সাতটি ছড়া জন্মে এবং প্রতিটি ছড়ায় ১০০ করে দানা থাকে। আর এভাবে আল্লাহ যাকে চান তার জন্য আরও বহুগুণে বৃদ্ধি করে দেন।’ (সূরা বাকারা : ২৬১)।

দান করার বিষয়ে কেউ যদি কোনো সাহায্য প্রার্থীর জন্য সুপারিশ করে, সাহায্য প্রার্থীর জন্য সুপারিশকারী ব্যক্তি দান না করেও সওয়াব পাবে। হজরত আবু মুসা আশআরী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,

যখন কোনো সাহায্যপ্রার্থী রাসুলুল্লাহ (সা.) এর কাছে আসত কিংবা তাঁর কাছে কোনো প্রয়োজন মেটানোর নিবদেন করত, তখন তিনি বলতেন, তোমরা সুপারিশ করো, তার জন্য তোমরা পুণ্যলাভ করবে। (বোখারি : ১৩৩৯)।

দানশীল ব্যক্তি পরকালে জাহান্নামের আগুনে থেকে বেঁচে থাকবে। দানগ্রহীতা দানশীল ব্যক্তির জন্য পরকালে ঢালস্বরূপ থাকবে। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক মহিলা তার দুটি কন্যাসহ আমার কাছে সাহয্যের জন্য এলো; কিন্তু আমার কাছে খেজুর ছাড়া কিছুই ছিল না। আমি তাকে ওটিই দিয়ে দিলাম। সে খেজুরটি তার দুই কন্যার মধ্যে ভাগ করে দিল, নিজে তার কিছুই খেল না।

তারপর উঠে চলে গেল। নবী করিম (সা.) আমাদের কাছে আগমন করলে আমি তাকে ঘটনাটি বললাম। তিনি বললেন, যে কেউ এরূপ অসহায় কন্যাদের কারণে কোনোরূপ কষ্ট ভোগ করবে, তার জন্য তারা জাহান্নামের আগুন থেকে ঢালস্বরূপ হবে। (বোখারি : ১৩২৬)। হজরত আদি ইবনে হাতেম (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) কে বলতে শুনেছি, এক টুকরা খেজুর দান করে হলেও তোমরা (জাহান্নামের) আগুন থেকে পরিত্রাণ লাভ করো। (বোখারি : ১৩২৫)।

দুনিয়াতে যদি কেউ দান করা থেকে বিরত থাকে, তাহলে পরকালে দানকারী ব্যক্তির মর্যাদা দেখে অনেকেই আফসোস করতে থাকবে। কোরআনে এরশাদ হয়েছে, ‘আর আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে দান করো, তোমাদের কারও মৃত্যু আসার আগে।

অন্যথায় অনুশোচনা করে সে বলবে, হে আমার প্রতিপালক, যদি আপনি আমাকে অল্প কিছু দিন সময় দিতেন, তাহলে আমি দান-সদাকা করতাম এবং নেক লোকদের অন্তর্ভুক্ত হতাম।’ (সূরা মুনাফিকুন : ১০)।

© Collected



2/20/2019
কৃতজ্ঞতা প্রকাশ

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,
সকল ভাষা সৈনিকের প্রতি বিনম্র শ্রদ্ধা।
🇧🇩২১ আমার গর্ভ🇧🇩
🇧🇩বাংলা আমার অহংকার 🇧🇩

       🌹🌹🌹শ্রদ্ধান্তে 🌹🌹🌹
    কাজিপুর সূর্য সন্তান ফাউন্ডেশন

2/16/2019



🌍❌সবাই কে পড়ার অনুরোধ করছি❌🌏

#Tiktok(টিকটক/মিউজিক্যালি): একটি দাজ্জালি ফিৎনা !!!

মহানবী (সাঃ) বলেন শেষ জামানায় দাজ্জালের সবচেয়ে বেশি অনুসরনকারী হবে নারীরা। এমনকি তাদের বাপ-ভাইয়েরা তাদের দড়ি দিয়ে বেঁধেও দাজ্জালের অনুসরন করা থেকে বিরত রাখতে পারবে না।

দাজ্জাল এখনো আসেনি, তবে দাজ্জালের ফিৎনা কিন্তু শুরু হয়ে গেছে। এই Tik tok নামক সোস্যাল এ্যাপসটিকে দাজ্জালের ফিৎনার সাথে তুলনা করলাম কারন এটি আমাদের মা-বোনদের কে ঘরের ভেতরে রেখেই সুকৌশলে নর্তকী বানিয়ে দিচ্ছে! আর আমাদের মা-বোনরা ও এই ফাঁদে পা দিয়ে নিজের অজান্তে দাজ্জালকে অনুসরন করে চলেছে, দাজ্জালের আগমনের পথকে সুগম করে দিচ্ছে। কারন এমন একটা পৃথিবীতে দাজ্জালের আগমন ঘটবে যখন চারিদিকে অশ্লীলতা মহামারী আকার ধারন করবে, মা-বোনেরা পর্দা থেকে বেরিয়ে আসবে।

প্রিয় বোন! আপনি কি জানেন আপনার আপলোডকৃত ভিডিওটি কতো পুরুষ লালায়িত দৃষ্টিতে দেখে? আপনি কি জানেন কতো পুরুষ আপনাকে চোখ দিয়ে ধর্ষন করে?

যারা সস্তা সেলিব্রিটি হওয়ার আশায় নেচে নেচে ভিডিও আপলোড করেন তাদের স্মরন করিয়ে দিতে চাই, আপনি মারা গেলেও কিন্তু ইন্টারনেটে আপনার ভিডিওটি থেকে যাবে। তখন যতোজন এই ভিডিও দেখবে কবরে আপনার আযাব ততোই বাড়তে থাকবে!

সুতরাং এখনই ভেবে দেখুন, যে কোনো মূহুর্তে মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে যাবে। তখন কিন্তু খুব দেরী হয়ে যাবে।

আল্লাহ আমাদের সবাই কে হেফাজত করুন আমীন ।

মানবতার জয় হউক,

সৌজন্যেঃ-©
কাজিপুর সূর্য সন্তান ফাউন্ডেশন।

2/11/2019 ,
K S S F এমন একটি মাধ্যম হতে চায় যেখানে এমন সবাই একত্রিত হবে যারা নিজেরা বিশ্বাস করে পৃথিবীতে এখনও অনেক ভালো কিছু করা সম্ভব এবং এর জন্য তার অবদানটাই অনেক জরুরী। আমরা চাই এইখান থেকে মানুুুষের মুুুখে হাসি ফুটাতে।

এখানে আমরা মানুষের ভয়ে, সমাজের ভয়ে জমে থাকা স্বপ্নগুলোর বাস্তবে দেখতে চাই। আর আমরা জানি, আমাদের দ্বারাই এটা সম্ভব অসহায় মানুষের মুখে হাসি ফুটানো। যদি তুমি সত্যি এমন একজন হয়ে থাকো তবে সত্যি এই সংগঠনটি তোমার জন্য। আমরা কোন দর্শক চাই না। চোখ বন্ধ করে মুখে বুলি দেয়া ভাষ্যকার চাই না। আমরা চাই সেই মানুষটাকে যার সৎ সাহস আছে নিজের ইচ্ছা কে সফল করার তা সে যেই অবস্থায়ই থাকুক না কেন ... এসো আমরা এখান থেকে নিজেদের জন্য এবং নিজের আসে পাশের মানুষদের জন্য হাসি বয়ে নিয়ে আশি।

হোক না সে একটি ফ্যামিলির বা একটি মানুষ..

“তুমি যদি শতশত লোকের ক্ষুধা মিটাতে না পারো, তাহলে শুধুমাত্র একজনকে খাওয়াও।”
— মাদার তেরেসার সেই বিখ্যাত উক্তি হৃদয়ে ধারন করে এগিয়ে নিয়ে যাবো আমাদের
ফাউন্ডেশনকে।


কাজিপুর সূর্য সন্তান ফাউন্ডেশন। 

2/11/2019
বাহারাইন সকল সদস্যদের জানাই ধন্যবাদ তাদের এই আজ সৎ ইচ্ছার  কারণে আমরা সক্ষম হয়েছেন সঠিক টাইমে  টাকা কালেকশন করতে।

  1. রাজু আহাম্মেদ
  2. মশিউর রহমান 
  3. বিপ্লব হোসেন
  4. তপন রানা
  5. ছাইদ হোসেন
  6. বেল্টু আহামেদ
  7. শাহানিল
  8. আজম
  9. রুবেল আহামেদ
  10. নাহারুল ইসলাম


বেঁচে থাক ভালো মানুষগুলি সংগঠনের মাঝে।

বাড়াতে পারেন আপনার সহযোগিতার হাত এই ছিন্নমূল অসহায় মানুষদের প্রতি।
.....কাজিপুর সূর্য সন্তান ফাউন্ডেশন ।

ইনি নিজেই তেমন একটা প্রবাসে ভালো পজিশনেই তার পরেও আজ আমাদের ফেজবুকে আমাদের এস এম এস করেছে। উনিও চান আমাদের সংগঠের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাড়াতে। উনার পরিবার ও তেমন একটা সচ্ছল না। আল্লহামদুলিল্লাহ অনেক বড় মনের মানুষের পরিচয় দিয়েছেন আমাদের মাঝে। দোয়া করি আমরা আল্লাহ যেনো ভালো রাখেন মোঃ নাহারুল ইসলাম কে।

নাম: মোঃ নাহারুল ইসলাম
পাড়াঃ ঢুলার পাড়া
বর্তমান অবস্থানঃ বাহারাইন


সংগঠনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।🌸🌺🌹🍀

মানবতার জয় হক।
কাজিপুর সূর্য সন্তান ফাউন্ডেশন।

সকল প্রশংসা সেই আল্লাহর তলার যিনি আমাদের কাজটা কে সহজ করে দিয়েছে।
সঠিক সময়ে মধ্যে দ্রারিদ্র অসহায় মানুষের লিস্ট জমা দেওয়ার জন্য,
কাজিপুর সূর্যসন্তান ফাউন্ডেশনের সকল সদস্যদের জানাই ধন্যবাদ।


মানবতার জয় হোক।
.........কাজিপুর সূর্য সন্তান ফাউন্ডেশন 

ইতিমধ্যে অনেকগুলো নাম তালিকাবদ্ধ করেছেন আল্লাহ যেন তার এই ভালো সুন্দর কাজ সহজ করে দেন।


কাজিপুর সূর্যসন্তান ফাউন্ডেশন পক্ষ থেকে  জানাই স্বাগতম।💐🌹🌸🌺

my info

{facebook#www.facebook.com/raju.ahammed.16} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget