June 2019

-----★---------★--------★---------★----
🔸মানবতার সেবা করার জন্য  উধার মনের মানুষ পরিচয় দিয়েছেন সু-প্রিয়

🔸কাতার প্রবাসী কাজিপুর রিফুজিপাড়া কৃতি সন্তান
মোঃ_রিপন_আলি

আমাদের সংগঠনের পাশে আছেন অসহায় মানুষের পাশে আছেন।
ওনার এই বিশাল মন  মানসিকতা কে আমরা স্বাগতম জানাই।
এক এক করে সব উদার মনের মানুষ গুলি সংগঠনের পাশে দাঁড়াছেন।

           🍁ধন্যবাদ🍁
🌻কাজিপুর_সূর্য_সন্তান_ফাউন্ডেশন🌻
মোঃ রিপন আলি।

-----★---------★--------★---------★----
পৃথিবীর সবচেয়ে কাছের মানুষটির নাম বাবা। বাবা সবচেয়ে বিশ্বাস, সবচেয়ে ভরসার মানুষ। জীবনের কঠিন সংকটে অনেক কাছের মানুষ গুলো যখন হাত গুছিয়ে নেবে তখনও যে মানুষটি দুটি হাত বাড়িয়ে পাশে দাঁড়াবেন তিনি বাবা।
বাবা মানে যার হাত ধরে প্রথম হাঁটতে শেখা, বাবা মানে সারাদিন কঠোর পরিশ্রমের পরেও হাসিমুখে বাড়ি ফেরা, বাবা মানে জীবনের প্রথম খেলার সাথী, সবচেয়ে ভাল বন্ধু, বাবা মানে যার কাঁধে চড়ে নির্ভয়ে ঘুরে বেড়ানো, বাবা মানে সব আবদার এর এক অফুরন্ত ভাণ্ডার, বাবা মানে একটি চারা গাছকে সযত্নে বৃক্ষে পরিণত করা, বাবা মানে শত শাসন এর আড়ালে এক গভীর ভালবাসা, বাবা মানে নিজের চোখের জল আড়াল করে সন্তানের মুখে হাসি ফোটানো।
বাবা মানে একটি ত্যাগের বাগান, যে বাগানে সারাজীবন ফুল ফোটে সন্তানের আনন্দের জন্য।
আজ বিশ্ব বাবা দিবস, বাবার প্রতি বিনম্র শ্রদ্ধা। পৃথিবীর অনেক দেশেই জুন মাসের তৃতীয় রবিবার এই দিবসটি পালিত হয়। পিতা এবং সন্তানের সম্পর্ক সবসময় অনেক গভীর, এক মহামায়ার রক্তের টান।
পিতা-সন্তানের সম্পর্ক অনেক যত্নশীল মমতার চিরন্তন বন্ধন।
যদিও বাবাকে ভালোবাসার জন্য কোন দিবস এর প্রয়োজন হয় না, তবু পৃথিবীর সকল স্মরণীয় দিনের মতো মতো বিশেষ একটি দিন থাকলে ক্ষতি কি ?
বিশ শতকের গোড়ার দিকে ‘বাবা দিবস’ পালন শুরু হয় যুক্তরাষ্ট্রে। বিশ্বে একেকটি দেশ একেক দিন বাবা দিবসটি পালন করলেও বাংলাদেশসহ এশিয়া ও ইউরোপের অধিকাংশ দেশ জুন মাসের তৃতীয় রোববার পালন করে দিবসটি।
সন্তান সামনে এলে সব ক্লান্তি যেন ভুলে যান বাবা। সন্তানের চাওয়াই যেন তাঁর চাওয়া হয়ে ওঠে।
বাবাকেই আদর্শ মনে করে সন্তানরা। বাবা সন্তানকে শেখান, কীভাবে মাথা উঁচু করে পৃথিবীতে টিকে থাকতে হয়। বাবা মানেই যেন একটি পরম ছায়ার বটবৃক্ষ। বাবা মানে যেন মসৃণ চলার পথ। আর সন্তান যখন বাবা বলে ডাকে এই মধুর ডাকটিই বাবার বুকে লুকিয়ে থাকা সব ব্যথা ভুলিয়ে দেয়।
আমাদের জীবনে বাবাদের অবদান অপরিসীম। বাবা যে কতটা দায়িত্ববোধ নিয়ে সারাটি জীবন পৃথিবীতে টিকে থাকার জন্য সংগ্রাম করেন তা বাবা না হলে বোঝার উপায় নাই।
বাবা জীবনের অবিচ্ছিন্ন একটি অংশ সেটি বোঝানোর জন্যই মায়েদের পাশাপাশি বাবা দিবস পালন শুরু হয়।
কিন্তু প্রথমে বাবা দিবস বেশ টানাপোড়েনের মধ্য দিয়েই পালিত হতো। আসলে মা দিবস নিয়ে মানুষ যতটা উৎসাহ দেখাতো, পিতৃ দিবসে মোটেও তেমনটা দেখাতো না, বরং বাবা দিবসের বিষয়টি তাদের কাছে বেশ হাস্যকরই ছিল। ধীরে ধীরে অবস্থা পাল্টায়, ১৯১৩ সালে আমেরিকান সংসদে বাবা দিবসকে ছুটির দিন ঘোষণা করার জন্য একটা বিল উত্থাপন করা হয়। ১৯২৪ সালে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ বিলটিতে পূর্ণ সমর্থন দেন। অবশেষে ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন বাবা দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। বিশ্বের বেশিরভাগ দেশে জুন মাসের তৃতীয় রবিবার বাবা দিবস হিসেবে পালিত হয়।
বাবা সবার জীবনের আশীর্বাদ। বাবা সবসময় নিজের প্রয়োজন লুকিয়ে সন্তানের প্রয়োজনে পরিশ্রম করে যায়।
বাবা সবার জীবনে শান্তির ছায়া হয়ে থাকুক সবসময়। সবার বাবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইলো । সকল সন্তান যেন বাবার চোখের জল মুছে বাবার বৃদ্ধ বয়সে বাবার মুখে হাসি ফোটাতে পারে এই চাওয়া আমাদের। বাবার প্রতি শ্রদ্ধাঞ্জলি।
– সম্পাদকীয়…


-----★---------★--------★---------★----
👬কাজিপুর সূর্য সন্তান ফাউন্ডেশন এর পরিবার। 👬

আজ আমাদের আনন্দটা আকাশচুম্বী আজ আমাদের শত চেষ্টার ফল আজ আমারা
বাস্তবায়ন করতে পেরেছি
পেরেছি আমরা আমাদের ঈদের আনন্দ অসহায়দের মাঝে বিলিয়ে দিতে,

সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার যিনি আমাদের এই মহৎ উদ্যোগ কে
সহজ করে দিয়েছেন এবং আমাদের মনকে অনেক প্রসার করে দিয়েছেন।

সৌজন্যে,
🌻কাজিপুর সূর্য সন্তান ফাউন্ডেশন।🌻

https://kssfbd.blogspot.com/
kazipur
04-06-2019
04-06-2019

04-06-2019

04-06-2019

-----★---------★--------★---------★---
লোক রাসূলের দরবারে এসে বললেন, হে আল্লাহর রাসূল! ক্ষুধা আমাকে খুব কষ্ট দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের স্ত্রীদের কাছে খাবার চেয়ে পাঠালেন কিন্তু তাদের কাছে কিছুই পেলেন না,সকল স্ত্রী একই কথা বললেন যে, "সেই সত্তার কসম, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন!আমার কাছে পানি ছাড়া আর কোনো খাবার নেই(যে তাকে দিব)। তখন রাসুল (সা) সাহাবাগনকে বললেন, "এমন কোন লোক কি পাওয়া যাবে যে, আজ রাতে এ লোকটিকে মেহমানদারী করবে[কিছু খাওয়াবে]? আল্লাহ তাকে রহমত করবেন"। আনসারী এক লোক দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল! আমি একে মেহমান হিসাবে গ্রহণ করবো।
লোকটি তার স্ত্রীর নিকট গিয়ে বললেন,"দেখো,ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেহমান, সুতরাং কোন কিছু বাকী না রেখে সবকিছু দিয়ে হলেও মেহমানদারী করবে। মহিলা বললেন, আল্লাহর শপথ, আমার কাছে তো কেবল (অল্পএকটুক)বাচ্চার খাবারই অবশিষ্ট আছে। আনসারী বললেন, ঠিক আছে, রাতের খাবারের সময় হলে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিও(যাতে তারা খাবারের জন্যে বায়না না ধরে বা কান্নাকাটি না করে) তারপর আমরা বাতি নিভিয়ে দিব,এবং তাকে বুঝাবো যে অন্ধকারে আমরাও খাচ্ছি।কিন্তু, এ রাতটি আমরা কষ্ট করে, না খেয়েই কাটিয়ে দিব, যাতে মেহমান খেতে পারে। কথামত তাই করা হলো, সকালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আনসার লোকটি আসলেন, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, “মহান আল্লাহ গতরাত্রে তোমাদের কাণ্ড দেখে হেসেছেন। অথবা বলেছেন, আশ্চর্যান্বিত হয়েছেন।”

 [বুখারী: ৩৭৯৮, ৪৮৮৯, মুসলিম: ২০৫৪]
আল্লাহ তায়ালা কতটা খুশি হয়েছেন,ভাবা যায়?
,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সবচেয়ে উত্তম সাদাকাহ হচ্ছে, কষ্টে অর্জিত অল্প সম্পদ থেকে দান করা” [আবু দাউদ: ১৬৭৭, মুসনাদে আহমাদ: ২/৩৫৮, সহীহ ইবনে খুজাইমাহ: ২৪৪৪, ইবনে হিব্বান: ৩৩৪৬, মুস্তাদরাকে হাকিম: ১/৪১৪] যে সম্পদ তার নিজের খুব বেশী প্রয়োজন সেই সম্পদ থেকে দান করতে সক্ষম হওয়া খুব উচু মনের অধিকারী ব্যক্তি ব্যতীত আর কারও পক্ষে সম্ভব হয় না। অন্য আয়াতে আল্লাহ বলেন, “তারা খাবারের মহব্বত থাকা সত্ত্বেও তা অন্যদের খাওয়ায়”। [সূরা আল-ইনসান:৮]
,
দান সাদকায়,অভাবী দুস্ত গরিবদের সাহায্য করার মনমানসিকতায় আমরা সেই সাহাবীর মতো হতে পারবো না এটা সুনিশ্চিত।
,
তবে,গল্পে এটা শিক্ষনীয় যে, দান সাদকার কতটা গুরুত্ব রয়েছে, আল্লাহ তায়ালা কতটা খুশি হন এ কাজে।
সুবহানআল্লাহ।



-----★---------★--------★---------★----
🕌 ঈদ উল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে পোশাক ঈদ ও সেলামি বিতরণ ২০১৯।

#উপস্থিত_ছিল_আমাদের_উপদেষ্টামন্ডলী
🔸জনাব মোঃ সাজেদূর রহমান লালটু (শিক্ষক)
🔸জানাব মোঃ মহাবুব রহমান হান্নান (শিক্ষক)

#প্রধান_অতিথি
🔸নাজিম উদ্দিন মাষ্টার
#বিশেষ_অতিথি
🔸মোঃ সাজেদূর রহমান (শিক্ষক)
🔸মোঃ হাফিজুর রহমান

#সদস্য_উপস্থিত_ছিল
🔸মোঃ আজম আলি
🔸মোঃ রানা আহাম্মেদ
🔸মোঃ রুবেল আহাম্মেদ
🔸মোঃ বিপুল হোসেন

#আর্থিক_ভাবে_সহযোগিতা_করেছেন
🔸মোঃরিপন আলি         🔸মোঃ তপন রানা
🔸মোঃ রাজু  আহাম্মেদ  🔸মোঃ বিল্লাল হোসেন
🔸মোঃ মশিউর রহমান    🔸মোঃ ছাইদ ইসলাম
🔸মোঃ রুবেল রানা         🔸 মোঃ বিপ্লব হোসেন
🔸মোঃ তমাল                 🔸  মোঃ কান্নন আহামেদ
🔸মোঃ লালু মিয়া            🔸 মোঃরনি আহামেদ
🔸মোঃ সানটু                   🔸মোঃ সোহেল রানা
🔸মোঃ সোহাগ রানা        🔸মোঃ শাহানিল
🔸মোঃ আরিপ আলি      🔸মোঃ আজম আলি       
🔸মোঃ বিপুল হোসেন।    🔸মোঃ আজম আলি
🔸মোঃ কাজল।               🔸মোঃ রানা আহামেদ

তাং ৪ জুন ২০১৯।

🌻সৌজন্যে,
কাজিপুর সূর্য সন্তান  ফাউন্ডেশন।

https://kssfbd.blogspot.com

kazipur, kssfbd
04-06-2019

ঈদ অনুদান ২০১৯










6/03/2019
-----★---------★--------★---------★----
🌻কাজিপুর সূর্য সন্তান ফাউন্ডেশনের🌻
পক্ষ থেকে সবাইকে জানাই.....
"ঈদ মোবারক"

এই প্রথমবারের মতো কাজিপুর সূর্য সন্তান  ফাউন্ডেশনের  সদস্য গন একটি ভিন্নধর্মী ঈদ আনন্দ ভোগ করতে যাচ্ছে  অসহায়দের সাথে তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করে।
📌ঈদ বয়ে আনোক সবার জীবনে অনাবিল আনন্দ।

ঈদ মোবারক 

------★---------★--------★---------★-----

বিসমিল্লাহির রাহমানির রাহিম
🔴🔴🔴🔴🔴🔴🔴
আসসালামু আলাইকুম
🕋🕍🌍🌃
  আসছে ঈদ,  ঈদ উপলক্ষে 
কাজিপুর সূর্য সন্তান ফাউন্ডেশন পাশে আসছে মানবতার সৈনিকরা, আলহামদুলিল্লাহ,,,,,,,,
    🌺 কাজিপুর হাজি পাড়ার  সন্তান, মরিচা প্রবাসী,    
           মোঃ কাজল আহামেদ ।
            ঈদ উপলক্ষে আর্থিক অনুদান দিয়েছেন,,,
🤝  মহান আল্লাহ ওনার এ দানকে কবুল করুন,এবং   প্রবাস  জীবনে সকল বিপদ থেকে হেফাজত করুন, 
আমিন,
🌹🌿ওনার এই বিশাল মন  মানসিকতা কে  শুভেচ্ছা ও অভিনন্দন
জানিয়েছেন আমাদের প্রাণ প্রিয় ফাউন্ডেশনের  সম্মানিত ব্যাক্তিবর্গরা, 
#মানবতার জয় হউক

    -----🌹শুভেচ্ছা 🌹-------
কাজিপুর সূর্য সন্তান ফাউন্ডেশন

kajoz


------★---------★--------★---------★-----

বিসমিল্লাহির রাহমানির রাহিম
🔴🔴🔴🔴🔴🔴🔴
আসসালামু আলাইকুম
🕋🕍🌍🌃
  আসছে ঈদ,  ঈদ উপলক্ষে 
কাজিপুর সূর্য সন্তান ফাউন্ডেশন পাশে আসছে মানবতার সৈনিকরা,
 আলহামদুলিল্লাহ,,,,,,,,

     🌺 কাজিপুর জামাদার পাড়ার  সন্তান, বাহারাইন  প্রবাসী, মোঃ শাহানিল ইসলাম।
🌿 🌺  ঈদ উপলক্ষে আর্থিক অনুদান দিয়েছেন,,,

🤝  মহান আল্লাহ ওনার এ দানকে কবুল করুন,এবং   প্রবাস  জীবনে সকল বিপদ থেকে হেফাজত করুন, 
আমিন,

🌹🌿ওনার এই বিশাল মন  মানসিকতা কে  শুভেচ্ছা ও অভিনন্দন
জানিয়েছেন আমাদের প্রাণ প্রিয় ফাউন্ডেশনের  সম্মানিত ব্যাক্তিবর্গরা, 

#মানবতার জয় হউক

    -----🌹শুভেচ্ছা 🌹-------
কাজিপুর সূর্য সন্তান ফাউন্ডেশন


my info

{facebook#www.facebook.com/raju.ahammed.16} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget