রাগ নিয়ন্ত্রণের অপরিসীম পুরস্কার!
.
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "যে ব্যক্তি ক্রোধ/রাগ নিয়ন্ত্রণ করবে, আল্লাহ্ তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। বিরক্তি ও ক্রোধে উত্তেজিত অবস্থায় যদি কেউ রাগ প্রকাশের ক্ষমতা থাকা সত্ত্বেও তা নিয়ন্ত্রণ করে, তবে আল্লাহ্ কিয়ামতের দিন তার হৃদয়কে সন্তুষ্টি দ্বারা পরিপূর্ণ করে দেবেন।" [মাজমাউয যাওয়াইদ: ৮/১৯১, সহিহ আল জামি': ১/৯৭; (হাসান)]
.
আল্লাহ্ তা'আলা মুমিনদের বৈশিষ্ট বর্ণনায় বলেন, "তারা কবিরা গোনাহসমূহ এবং অশ্লীল কর্ম বর্জন করে, আর যখন তারা ক্রোধান্বিত হয় তখন তারা ক্ষমা করে।" [সূরাহ আশ-শুরা, আয়াত : ৩৭]
.
নবীজি বলেন, "ধৈর্য এবং উদারতাই সর্বোত্তম ঈমান।" [সিলসিলা সহিহাহ: ১৪৯৫; (সহিহ)]
.
আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা বলেন, "অবশ্যই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবো। (হে নবী) সুসংবাদ দিন ধৈর্যশীলদের, যারা তাদের উপর বিপদ আপতিত হলে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁর দিকেই ফিরে যাবো।" [সূরাহ আল বাক্বারাহ, আয়াত : ১৫৫-১৫৬]
.
বিপদের মুহূর্তে কখনই বলা যাবে না, "যদি অমুক কাজটি করতাম! বা অমুক কাজটি না করাতাম!"। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "তোমার জন্য যা কল্যাণকর তা অর্জনের জন্য তুমি প্রলুব্ধ হও আর আল্লাহর নিকট সাহায্য চাও। কখনই হতাশ হবে না। যদি কখনো বিপদে পড় তবে (কখনই) এ-কথা বলবে না যে, 'যদি আমি এমন এমন করতাম (তাহলে তো আর এটি হতো না)!' বরং তুমি বলবে সবই আল্লাহ তা'আলা কতৃক নির্ধারিত ব্যাপার; তিনি যা ইচ্ছা তা করেছেন। কেননা "যদি" (কথাটি) শয়তানের কাজের পথ খুলে দেয়।" [সহিহ মুসলিম, হাদিস নং ২৬৬৪]
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
'তাসবিহ' - পেইজ থেকে সংগৃহীত! (আল্লাহ্ তাদের উত্তম প্রতিদান দান করুন!)
.
.
(Y) শেয়ার করুন, বন্ধুদের সাথে ইন শা আল্লাহ !
_
#ওহী (Seeking The Way To Jannah)