January 2019

আমাদের সংগঠনের উপদেষ্টা,  কাজিপুর হাজিপাড়া কৃতি সন্তান 
জনাব, মোঃ ইন্তাজ সাহেব  বিশিষ্ট ব্যবসায়ী কাজিপুর, 


কাজিপুর সূর্য সন্তান ফাউন্ডেশন এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

যোগ্য নেতৃত্বে  সকল বাধা উপেক্ষা করে, নির্দিষ্ট লক্ষ্য অটুট  রেখে প্রাণের সংস্থা
এগিয়ে যাবে অনেক অনেক পথ।

ইনশাআল্লাহ

মানবতার জয় হউক

🌹------শুভেচ্ছান্তে-----🌹
 কাজিপুর সূর্যসন্তান ফাউন্ডেশনের পক্ষ থেকে।

আমাদের সংগঠনের উপদেষ্টা,কাজিপুর মধ্যপাড়ার কৃতি সন্তান
  জনাব মোঃ মাহাবুব রহমান 
 (শিক্ষক কাজিপুর মাধ্যমিক বিদ্যালয়) 


"কাজিপুর সূর্য সন্তান ফাউন্ডেশন" এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

 যোগ্য নেতৃত্বে সকল বাধা উপেক্ষা করে, নির্দিষ্ট লক্ষ্য অটুট রেখে প্রাণের সংস্থা
 এগিয়ে যাবে একদিন অনেক অনেক দূরে।

 ইনশাআল্লাহ

মানবতার জয় হউক

🌹------শুভেচ্ছান্তে-----🌹
 কাজিপুর সূর্যসন্তান ফাউন্ডেশনের পক্ষ থেকে।




অনেকেই হয়ত জানেন না এই বিশ্বে কোন কোন দেশ, সবচেয়ে গরিবতম দেশগুলির তালিকায় সবচেয়ে শীর্ষে রয়েছে। এ তালিকায় তুলে ধরা হলো তেমন কিছু দেশের তালিকা।
কঙ্গো
দুনিয়ার সবচেয়ে দরিদ্রতম দেশ। দেশের প্রায় ২০ শতাংশ মানুষ শুধুমাত্র অনাহারে মারা যান। ৪০ শতাংশ মানুষ আধপেটা খেয়ে বাঁচেন। দারিদ্রতার মাপকাঠি এই দেশ সবার প্রথমে।
গৃহযুদ্ধের পর দেশের অর্থনীতি একেবারে জরাজীর্ণ হাল। ভ্রুক্ষেপ নেই সরকার ও প্রশাসনেরও। দেশে কর্মসংস্থানের কোনও বালাই নেই। মধ্য আফ্রিকার এই দেশে রাস্তায় রাস্তায় মানুষ খিদের জ্বালায় ছোটাছুটি করে। জিডিপি পার ক্যাপিটা ৩৪৮ মার্কিন ডলার।
লাইবেরিয়া
পশ্চিম আফ্রিকার এই দেশে অর্থনীতি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। যেটুকু ছিল তা ইবোলা হানার পর নিঃশেষ হয়ে গিয়েছে। একজন লাইবেরিয়ান সদ্যোজাত ৩৫০০ মার্কিন ডলার ঋণ নিয়ে জন্মগ্রহণ করে। জিডিপি পার ক্যাপিটা ৪৫৬ মার্কিন ডলার।
জিম্বাবুয়ে
একেবারে দেউলিয়া দেশ। সাবেক  রাষ্ট্রনেতা রবার্ট মুগাবের বিরুদ্ধে নানা অভিযোগ, ক্ষোভ-বিক্ষোভ রয়েছে। সম্পদে পরিপূর্ণ দেশ হলেও জিম্বাবুয়ে দেউলিয়া দেশে পরিণত হয়েছে।
অর্থনীতির হাল এতটাই খারাপ যে ১ মার্কিন ডলারের মূল্য জিম্বাবুয়েতে দাঁড়িয়েছে ৩৬২ টাকা। জিডিপি পার ক্যাপিটা ৪৮৭ মার্কিন ডলার।
বুরুন্ডি
পূর্ব আফ্রিকার এই দেশের অর্থনীতি একেবারে বেহাল দশা। জিডিপি পার ক্যাপিটা ৬১৫ মার্কিন ডলার।
এরিত্রেয়া
গৃহযুদ্ধের পর বেহাল দশা এই দেশে। প্রশাসনিক গাফলতির কারণে আফ্রিকার এই দেশ বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। জিডিপি পার ক্যাপিটা মার্কিন ৭৩৫ ডলার।

my info

{facebook#www.facebook.com/raju.ahammed.16} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget